স্টাফ রিপোর্টার ॥ পবিত্র রমজানের খতম তারাবিহ পড়ার সময় দেশের সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজানে দেশের বিভিন্ন মসজিদে খতম তারাবিহতে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত না করে বিভিন্ন পরিমাণে তিলাওয়াত করা হয়। এতে কর্ম উপলক্ষে বিভিন্ন স্থানে সফরকারী মুসল্লিদের মধ্যে কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা সম্ভব হয় না। ফলে মুসল্লিদের মধ্যে অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। খতম তারাবিহ’র সওয়াব থেকেও তারা বঞ্চিত হন। তাই, রমজানের প্রথম ছয় দিনে দেড় পারা করে নয় পারা ও বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭শে রমযান রাতে কুরআন খতম করার পরামর্শ দেয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। এর আগে বিষয়টি নিয়ে আলেম ওলামা ও ও ইমামগণের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানানো হয়েছেঠ। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাসুল স. এর সাহাবীদের সুন্নাত অনুসারে তারাবিহ নামাজ ২০ রাকয়াত বলে উল্লেখ করা হয়েছে। তারাবিহতে কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে উচ্চারণ স্পষ্ট হওয়া বাঞ্চনীয় বলেও সতর্ক করা হয়েছে।