রোকুনুজ্জামান খান
স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে একটি রপ্তানিমুখী নিট গার্মেন্টস প্রতিষ্ঠান ‘অদ্রী নীটওয়ার লিমিটেড’—এর মালিককে জিম্মি করে উচ্ছেদ এবং কারখানার বিপুল পরিমাণ মালামাল লুটের অভিযোগ উঠেছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া পুরান বাজার এলাকার বেতঝুড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি ট্রাকে লোড করা মালামাল উদ্ধার করে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলী নেওয়াজ অটল সাতজনের নাম উল্লেখ করে এবং আরও ১০—১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন মাহফুজুর রহমান (৪৫), আমজাদ হোসেন (৫৫), আনোয়ার (৩৮), নাজমুল হোসেন (৩৮), সোহাগ মোল্লা (৩৫), রাজন মিয়া (৩০) ও আপন বাদশা লাল চাঁন (৩৫), সহ অজ্ঞাত আরও ১০—১২ জন আসামি করা হয়েছে।
ভুক্তভোগী আলী নেওয়াজ জানান, ২০১৯ সাল থেকে তিনি ওই স্থানে ভাড়া নিয়ে ‘অদ্রী নীটওয়ার লিমিটেড’ নামে একটি ১০০% রপ্তানিমুখী নিট গার্মেন্টস কারখানা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি ব্যবসায়িক মন্দা ও রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতিষ্ঠানটি কিছুটা আর্থিক সংকটে পড়ে। এই সুযোগে গত ১৩ মার্চ রাতে অভিযুক্তরা তাকে জিম্মি করে, ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে কারখানা থেকে বের করে দেয়।
পরে ২১ এপ্রিল দুপুরে তিনি খবর পান যে, অভিযুক্তরা তার অনুপস্থিতিতে কারখানার ভেতরে থাকা কাঁচামাল, প্রস্তুত পোশাক ও মেশিনারিজ ট্রাকে তুলছেন। তাৎক্ষণিকভাবে তিনি শ্রীপুর থানা ও শিল্প পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি ট্রাকে লোড করা মালামাল উদ্ধার করে। তবে অভিযুক্তরা পুলিশের উপস্থিতির আগেই পালিয়ে যায়।
পরবর্তীতে কারখানায় প্রবেশ করে দেখা যায়, প্রায় ১০ কোটি টাকার কাঁচামাল, রপ্তানিযোগ্য পণ্য, মূল্যবান মেশিনারিজ, প্রতিষ্ঠানটির নামে স্বাক্ষরিত একাধিক চেকবই এবং গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়ে গেছে।
আলী নেওয়াজের দাবি, এটি একটি পরিকল্পিত ও সংঘবদ্ধ চক্রের কাজ। ভবিষ্যতে তার এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, “লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।