স্টাফ রিপোর্টার ॥ হরতাল ও রাজনৈতিক সহিংসতায় কাসের তি পুষিয়ে নিতে স্কুল-কলেজে রোজা ও ঈদের ছুটি ১৭ দিন কমিয়ে আনা হলেও তা আবার বাতিল করা হয়েছে।
অভিভাবক ও শিকদের একটি অংশের আপত্তির মুখে বৃহস্পতিবার শিা মন্ত্রণালয় ছুটি কমিয়ে আনার সিদ্ধান্ত বাতিল করেছে।
শিা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, আগামী ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত ছুটি থাকছে। ঢাকাসহ অন্যান্য মহানগরীতে যানজটসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ছুটির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিাপঞ্জি অনুযায়ী আগামী ১১ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত রমজান, জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদুল ফিতরের ছুটি ২৮ দিন নির্ধারিত ছিল।
কিন্তু মঙ্গলবার শিা মন্ত্রণালয় সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের ২০১৩ সালের শিাবর্ষের ছুটির তালিকা ও শিাপঞ্জি সংশোধন করে ছুটি পুনঃনির্ধারণ করে।
এতে ছুটি কমিয়ে ২৭ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত করা হয়।
শিামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছিলেন, বিভিন্ন কারণে এবার কাস অনেক কম হয়েছে। এজন্য রোজা-ঈদের ছুটি কমিয়ে আনা হবে।
কাসের তি ছাড়াও বিএনপিসহ বিরোধীদলের হরতালের কারণে এবার এসএসসিতে ৩৭টি লিখিত পরীা পিছিয়ে যায়। এইচএসসিতে পিছিয়ে যায় আরও ৪১টি বিষয়ের পরীা।
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক সমিতি (বাকশিস) ছাড়াও কয়েকটি সংগঠন ছুটি কমানোর প্রতিবাদ জানিয়ে বলে, হরতালের তি পুষিয়ে দিতে ইতোমধ্যেই শিকরা শুক্রবারেও পরীা ও কাস পরিচালনা করেছেন। প্রয়োজনে এ তি পোষাতে অন্য কোনো সময় বাড়তি কাস নেওয়া যেতে পারে। তবে রমজান মাসে কোনোভাবেই ছুটির মেয়াদ কমানো যুক্তিযুক্ত নয়।