দিপংকর রায় দিনাজপুর বুর্যো
দিনাজপুরে বিরলে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার আদায়ে এক সাথে ঘন্টা বাজালো কয়েক শতাধিক শিশু শিক্ষার্থী।
দুই দিন ব্যাপি এই কর্মশালার ২৪ এপ্রিল প্রথম দিনে ঐতিহ্যবাহী মাটির তৈরী ভিন্ন ধারার শিক্ষা প্রতিষ্ঠান দীপশিখা মেটিতে We ring the bell নামক বিশ্বব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিবন্ধী ও অ-প্রতিবন্ধী শিশুরা ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ শতাধিক শিশু একই সাথে আওয়াজ তুলে প্রতীকী এ কর্মসূচী পালন করে। একই সময়ে ঘন্টাধ্বনী বাজিয়ে সকলের দৃষ্টি আকর্ষন করলো শিশুরা।
আমরা ঘন্টা বাজাই উৎসবে অংশ নেওয়া স্কুল গুলো হলো দীপশিখা মেটি স্কুল, রুদ্রপুর মেসনা সিডিউল কাষ্ট উচ্চ বিদ্যালয়, উত্তর মাধবপুর উচ্চবিদ্যালয় ও রাজুরিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
‘আমরা ঘন্টা বাজাই’ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য সহায়ক শিক্ষা প্রযুক্তির আওতায় যে সমস্ত প্রতিবন্ধী শিশু স্কুলে যেতে পারে না তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য অন্য সকল প্রতিবন্ধী ও প্রতিবন্ধী নয় এমন সকল শিশু, তাদের শিক্ষক, অভিভাবক ও এসএমসির সদস্য মিলে এ কর্মসূচী পালনের মাধ্যমে সংশ্লিষ্ঠ নীতি নির্ধারন কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষন করতেই We Ring the Bell” ক্যাম্পেইনটি নেদারল্যান্ড ভিত্তিক লিলিয়ান ফাউন্ডেশনের একটি উদ্যোগ যা বাংলাদেশে এর কৌশলগত অংশীদার সিডিডির সহায়তা সারাদেশে পালন করছে।
বাংলাদেশের প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সহায়তা প্রদান ও সকলকে শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য লিলিয়ান ফাউন্ডেশন সিডিডি-কে সহায়তা করছে এবং সিডিডি এর স্থানীয় অংশীদার দীপশিখার মাধ্যমে তা বাস্তবায়ন করছে। কিন্তু বাংলাদেশে ও সারা বিশ্বে এ বিষয়ে সহায়তা বাড়ানো প্রয়োজন। এসব স্কুল প্রতিবন্ধী শিশুদের জন্য আক্ষরিক ও চরিত্রগত ভাবে আরও বেশি প্রবেশগম্য হওয়া প্রয়োজন। শিক্ষক ও শিক্ষা উপকরণ যেন প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করতে এবং শিক্ষা যে প্রতিবন্ধী শিশুরও মৌলিক অধিকার সেটা যেন সকলে অনুধাবন করে।
এরিয়া ম্যানেজার ও ফোকাল পারসন ধনঞ্জয় দেবনাথের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিবাবক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সহ ম্যাপ ইন সিবিআর প্রকল্পের কর্মকর্তা বৃন্দ।