অনলাইন ডেস্ক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে ‘অসহযোগ আন্দোলন’ কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন। সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শত শত শিক্ষার্থী চন্দ্রা ত্রিমোড় এলাকায় যান এবং মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।
ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনে যোগ দিতে সকাল ১০টার পর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ যোগ দিয়েছেন। পরে মিছিল নিয়ে তাঁরা কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় অবস্থান নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্রা জনসমুদ্রে পরিণত হয়। এ সময়ে ঢাকা—টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর—নবীনগর সড়কে অবরোধ সৃষ্টি করে। আওয়ামী লীগের নেতা—কর্মীরা চন্দ্রা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করলে তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, আন্দোলনকারীরা বিক্ষোভ করছেন। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছেন তাঁরা।
এদিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা আওয়ামী লীগের নেতা—কর্মীদের দখলে আছে। সেখানে ‘অসহযোগ আন্দোলনের’ এক দফা কর্মসূচির প্রতিবাদে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের কয়েক শ নেতা—কর্মী লাঠিসোঁটা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
গাজীপুরের কোনাবাড়ি, শিববাড়ি, শিমুলতলীতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন।