স্টাফ রিপোর্টার:
গতকাল বুধবার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাধীন আজমতপুর এলাকায় স্মার্ট এগ্রো ইকো রির্সোটে গাজীপুর রিপোর্টার্স ফোরামের উদ্যোগে ৩ মাস ব্যাপী সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণের ওরিয়েন্টেশন ও মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি প্রিন্সিপাল হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন, ফোরামের সাধারণত সস্পাদক অধ্যাপক মোঃ রফিক আলম।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রকাশক ও সস্পাদক মোঃ নজরুল ইসলাম আজহার, সাবেক সভাপতি হাজী কামাল চৌধুরী, উপদেষ্টা এমরান চৌধুরী, ফোরামের সহ সভাপতি কফিল মাহমুদ, সহ সাধারণ সম্পাদক আওলাদ হোসেন তন্ময়, সাংবাদিক আশরাফ আলম মন্ডল, তারেক মোহাম্মদ জাহাঙ্গীর, এস এম ইকবাল হোসেন প্রমুখ।
পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন মোঃ ফাবিদনূর ও দোয়া পরিচালনা করেন কাজী আজিমউদ্দিন কলেজ মসজিদের খতিব হাফেজ কারী মোঃ হান্নান হোসেন বেলালী।