ইবিতে ছবি সত্যায়িত নিয়ে সহকারী রেজিস্ট্রার ‘লাঞ্ছিত’

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছবি সত্যায়িত করা নিয়ে ছাত্রলীগ নামধারী কয়েকজনের হাতে একজন সহকারী রেজিস্ট্রার ‘লাঞ্ছিত’ হওয়ার অভিযোগ উঠেছে।

রোববার মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অর্থনীতি বিভাগে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ অর্থনীতি এবং রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগভুক্ত ‘সি’ ইউনিটের মৌখিক সাক্ষাৎকার চলছিল।

বেলা ১২টার দিকে ছাত্রলীগ নামধারী বাংলা বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের ছাত্র আরব আলী, একই বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ছাত্র জনি ও কামাল, ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র জাকির হোসেন ও ইংরেজি বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের রানু ওই অনুষদের অর্থনীতি বিভাগে যান। এসময় তারা ওই বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. আইয়ুব আলীর কাছে একজন ছাত্রীর ছবি দিয়ে তা সত্যায়িত করে দিতে বলে।

যার ছবি তার উপস্থিতি ছাড়া সত্যায়িত করতে পারবেন না বলে সহকারী রেজিস্ট্রার অপারগতা প্রকাশ করলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মারধর করে।

পরে আইয়ুব আলীকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তবে ছাত্রলীগ কর্মীরা মারধোরের বিষয়টি অস্বীকার করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী রেজিস্ট্রার মো. আইয়ুব আলী অভিযোগ করে বলেন, “নিয়ম হলো ছবি সত্যায়িত করার সময় তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। কিন্তু ছাত্রলীগের কিছু ছেলে মেয়েটিকে উপস্থিত না করেই আমাকে সত্যায়িত করে দিতে বলে। এক্ষেত্রে আমি অপরাগতা প্রকাশ করলে তারা আমাকে মারধোর করে।”

অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া বলেন, “আমি শুনেছি ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর অনুপস্থিতিতে তার ভর্তি ফরম না দেওয়া ও ছবি সত্যায়িত না করে দেওয়ায় ছাত্রলীগের কিছু ছেলে বিভাগীয় কর্মকর্তা আইয়ুব আলীকে হুমকি দিয়েছে।”

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫