
কালিগঞ্জের জাঙ্গালিয়ায় স্বপ্নপুরি রেস্টুরেন্টে কিশোর গ্যাং তান্ডব
স্টাফ রিপোর্টার:খাবারের বিল ৫০ টাকা কম না নেয়ায় গাজীপুর— ইটাখোলা আঞ্চলিক মহাসড়কে হাইওয়ে হেভেন (স্বপ্নপুরি) নামে এক রেস্টুরেন্টে ৪০/৫০ জন কিশোর গ্যাং সদস্য ভাংচুর করে ব্যাপক তান্ডব চালিয়েছে।শনিবার (৩১ আগষ্ট) দুপুরে গাজীপুর— ইটাখোলা আঞ্চলিক মহাসড়কে কালিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুবুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে।জানা যায়, শনিবার দুপুরের সময় কয়েক কিশোর কয়েকটি মেয়ে নিয়ে…