
‘শুধু একটিবার ছেলের মুখে মা ডাক শুনতে চাই’, নিহত জাকির হোসেনের মা মোমেনা
আকরাম হোসেন রিপনস্টাফ রিপোর্টার:বৈষম্যবিরোধী আন্দোলনে দেশবাসী দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ উপভোগ করলেও এখনো কান্না থামেনি গাজীপুরের কাপাসিায়া থেকে তারুণ্যের আন্দোলনে শহীদ হওয়া জাকির হোসেন (৩৫) এর পরিবারের। ছেলে জাকিরের মুখ থেকে আর একটি বার মা ডাক শুনতে চান মোমেনা বেগম। আর অবুঝ দুই সন্তান নিয়ে এখন কোথায় দাঁড়াবেন তা নিয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন স্ত্রী…