
লবনদহ নদীর সীমানা নির্ধারণ এখন সময়ের দাবি
সাদিকুর রহমানদেশের সবচেয়ে বিষাক্ত নদী গাজীপুরে ঐতিহ্যবাহী লবনদহ বিগত দু’যুগে দখলে-দূষণে প্রায় বিলুপ্তির পথে। আর সেই পথ সুগম করে দিচ্ছে ভ‚মি প্রশাসনের সীমানা নির্ধারণের প্রতি অবহেলা। নদীর মতো একটি অতিব গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স¤পদের গা ঘেঁষে ভ‚মির শ্রেণী পরিবর্তন ও ভবন নির্মাণে নেই কোন প্রশাসনিক সতর্কতা।পার্শ্ববর্তী ভ‚মির মালিক বেসরকারি সার্ভেয়ার দিয়ে তার নিজের জমির দখল বুঝে…