
প্রায় বিলুপ্ত আম্বোইরা খালের নামই ভুলে গিয়েছিল এলাকাবাসী
সাদিকুর রহমানস্টাফ রিপোর্টারঃমাত্র এক যুগ আগেও চলত নৌকা, ফলের মৌসুমে নৌকা বোঝাই করে ফল নিয়ে শহরে যেতো ব্যাপারীরা। সেই শাখা নদী বা খালের নামটাই বলতে পারেনি এলাকার বেশির ভাগ তরুণ ও যুবক। একজন শতবর্ষী প্রবীণ মানুষের কাছে জানা যায়, নাম তার “আম্বোইরা খাল”। এলাকাবাসীকে জলাশয়ের প্রয়োজনীয়তা তুলে ধরতে তাদের নদীর কথা শুনাতে চমৎকার একটি “নদী…