
পলাশে দুটি হত্যা মামলার দন্ডপ্রাপ্ত ফাঁসির আসামী পিতা-পুত্র ও স্ত্রী গ্রেফতার
বিলাল হোসেননরসিংদী প্রতিনিধিঃসোমবার (২০ জুন) পলাশ থানা পুলিশের বিশেষ অভিযানে অফিসার ইনচার্জ ও এএসআই মোঃ হারুন অর-রশীদ সঙ্গীয়-ফোর্স নিয়ে দুটি হত্যা মামলার দন্ডপ্রাপ্ত ফাঁসির আসামী মোঃ আলেক মিয়া (৬৫), পিতা-মৃত মইজ উদ্দিন, মোঃ শরিফ (৩৮), পিতা- আলেক মিয়া ও মোছাঃ রুপবান (৫৭), স্বামী-আলেক মিয়া, সর্ব সাং-গালিমপুর, থানা-পলাশ, জেলা-নরসিংদীকে, গাজীপুরের কোনা বাড়ি থানার উত্তর আমবাগ এলাকায়…