
কে বেশি দূষিত; তুরাগ না লবনদহ?
সাদিকুর রহমানস্টাফ রিপোর্টারবাংলাদেশের দূষিত নদীর কথা উঠলেই‘বুড়িগঙ্গা’র নাম প্রথমে আসলেও, দেশের বেশিরভাগ পরিবেশবাদী সংগঠনের মতে এই তালিকায় প্রথমে আসবে গাজীপুরের ‘তুরাগ’। অপরদিকে লবনদহ ভালুকা, শ্রীপুর ও গাজীপুর সদর দিয়ে তুরাগে মিশেছে। যদিও শ্রীপুর ও গাজীপুর সদরের শিল্প ও নাগরিক বর্জ্য সরু নালার মত লবনদহ দিয়ে অপেক্ষাকৃত বড় নদী তুরাগে মিশেছে। কিন্তু খোলা চোখে তুরাগের চেয়ে…