
শিবপুরের ডাবল মার্ডারের আসামী আকরাম ও উমেদ গ্রেফতার
বিল্লাল হোসেননরসিংদী প্রতিনিধিঃনরসিংদীর শিবপুরে ক্লুলেস ডাবল মার্ডারের ঘটনায় জড়িত অন্যতম প্রধান আসামী উমেদ আলী ও তার সহযোগী আক্রাম হোসেনকে সাড়ে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী-এর একটি চৌকস অভিযানিক দল নরসিংদী জেলার রায়পুরা থানাধীন দৌলতকান্দি গ্রামে অভিযান চালিয়ে আজ রবিবার ভোর ০৪:৫৫ মিনিটে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ উমেদ আলী(৩৫) নরসিংদী জেলার…