
ধান চাষে নতুন প্রতিবন্ধকতার নাম পলিথিন; মাটির গভীরে বাঁচে চার’শ বছর
সাদিকুর রহমানস্টাফ রিপোর্টার ॥চলছে বোরো চাষের মৌসুম, সারা দেশের মত গাজীপুরের ভাত যোদ্ধারাও মাঠে নেমে পরেছেন অন্ন উৎপাদনে। দীর্ঘ জলাবদ্ধতা কাটিয়ে নিম্নাঞ্চল যখন চাষের জন্য প্রস্তুত, ঠিক তথনই চাষের কাজে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে বানের জলে ভেসে আসা পলিথিন। ধানের ক্ষতিকর পতঙ্গ কীটনাশক দিয়ে হত্যা করা গেলেও মাটিতে মিশে থাকা পলিথিন বেঁচে থাকে চার’শ বছর।…