
দেশীপাড়ায় ইয়াবাসহ এক যুবক আটক
স্টাফ রিপোর্টার ॥গাজীপুর সিটি কর্পোরেশনের দেশীপাড়া এলাকা থেকে ১ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ তানভীর সোহান নামে এক যুবককে আটক করেছে র্যাব-১ এর একটি দল। আটককৃত মোঃ তানভীর সোহান (২৫) গাজীপুর মহানগরের চাপুলিয়া এলাকার মৃত আব্দুল বারী’র পুত্র। আজ সোমবার বিকেলে মহানগরের দেশীপাড়াস্থ ভাওয়াল পলিটেকনিক্যাল সড়ক বিমান বাহিনী ব্রীজের সামনে থেকে তাকে আটক করা হয়। র্যাব-১…