
রাণী বিলাসমণি মুক্ত রোভার স্কাউট গ্রুপের ১ম তাবুঁবাস ও দীক্ষা সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি ॥বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আওতায় গাজীপুর জেলা রোভারের রাণী বিলাসমণি মুক্ত রোভার স্কাউট গ্রুপের ১ম তাবুঁবাস ও দীক্ষা অনুষ্ঠান ০২-৩ অক্টোবর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, বাহাদুরপুর, গাজীপুরে স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়। তাবুঁবাসে অংশগ্রহণকারী ১১ জন রোভার স্কাউট দীক্ষা গ্রহণের মাধ্যমে রোভার স্কাউটিং-এ প্রবেশ করে। ২ অক্টোবর শুক্রবার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি তাবুঁবাসের উদ্বোধন…