
সংসারের ঘানি টানতে নিজেরাই তেলের ঘানি টানেন ছয়ফুল দম্পতি
রায়হান পারভেজজেলা প্রতিনিধি ॥লালমনিরহাট: গরু না থাকায় ২০ বছর ধরে নিজেরাই তেলের ঘানি টানছেন লালমনিরহাটের কাকিনা তেলীপাড়ার ছয়ফুল ইসলাম (৪৫) ও মোর্শেদা বেগম (৩৮) দম্পতি। ঘানি টেনে সরিষা মাড়াই করে বাজারে তেল বিক্রির টাকায় চলে তাদের সংসার। তেলী পরিবারটিতে গিয়ে দেখা যায় বাড়ীর উঠানে পলিথিনের চালা ঘরে স্থাপন করা হয়েছে গাছের গুঁড়ি দিয়ে তৈরি তেলের…