
কালীগঞ্জে গড়ে উঠেছে অবৈধ শুকরের খামার
আজগর পাঠান কালীগঞ্জ ব্যুরো ॥ গাজীপুর: কালীগঞ্জ থানাধীন নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামে গড়ে উঠেছে অবৈধ শুকরের খামার। আর এই খামারের ময়লা-আবর্জনার মাধ্যমে পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষণকারী এই খামারের মালিক তিরিয়া গ্রামের প্রয়াত জন রোজারিওর পুত্র সজল রোজারিও। সরেজমিনে ঘুরে দেখা যায় খামারের শুকর গুলোকে বাসি-পঁচা ও বিভিন্ন নোংরা দুর্ঘন্ধযুক্ত উচ্ছিষ্ট খাবার খাওয়ানো হয়। যা…