
কাপাসিয়ায় ড্রেনের অভাবে ১৫ একর জমি পতিত
তাওহীদ হোসেন কাপাসিয়া ব্যুরো ॥ গাজীপুর: কাপাসিয়ার দস্যুনারায়নপুরের সেচের পানি আসার ড্রেন বন্ধ করে দেয়ায় পতিত পড়ে আছে প্রায় ১৫ একর ইরি ধানের জমি। কৃষকরা জানায়, জাকির পরিচালিত সরকারি স্কিমের কলের পানি দিয়ে প্রতি বছর চাষাবাদ করা হয় এ জমিগুলোতে। এবছর ড্রেন কাটতে গেলে মজিবুর রহমান ড্রেন কাটতে বাধা দেয়ায় এই জমিতে পানি না আসার…