
ফিড দি ফিউচার বায়োটেক প্রজেক্টের প্রতিনিধি দলের বারি পরিদর্শন
স্টাফ রিপোর্টার ॥ ফিড দি ফিউচার বায়োটেক প্রজেক্টের (আলু ও বেগুন) উচ্চ পর্যায়ের ০৪ (চার) সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের করনেল বিশ্ববিদ্যালয়ের আইপি-সিএএলএস-এর পরিচালক ড. রনি কফম্যান, যুক্তরাষ্ট্রের করনেল বিশ্ববিদ্যালয়ের ফিড দি ফিউচার বায়োটেক বেগুনের প্রকল্প পরিচালক মিস মারিসেলিস এভেসেডো, ভারতের সাতগুরুর বিটি…