
স্বপ্ন ছিল ডাক্তার হবার: নিখোঁজ হবার ৪র্থ দিনে শিশু তিথির লাশ উদ্ধার
আকরাম হোসেন রিপন চীফ রিপোর্টার ॥ গাজীপুর: লাশ দেখে কান্নায় ভেঙ্গে পরেন স্বজনরা। স্বপ্ন ছিল ডাক্তার হবার পবিারেরও ইচ্ছা ছিল তাই, কিন্তু অঙ্কুরেই ভেঙ্গে গেল স্বপ্ন নৌকা ডুবিতে প্রাণ গেল নিগুয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর মেধাবী ছাত্রী তিথি চন্দ্র ধরের (১০)। সে ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারী গ্রামের মৃত মতিলাল চন্দ্র ধরের মেয়ে। বুধবার সকালে…