
সৌদিতে নারী কর্মী খুন : এজেন্সি বলছে, ‘আল্লাহই ভালো জানে’
বাংলাভূমি ডেস্ক ॥ মাত্র এক বছরের সংসার। তারপর স্বামী বিবাহবিচ্ছেদ করলে বাড়িতেই কাটিয়ে দেন জীবনের বাকি ১৮ বছর। কিন্তু ছয় বোনকে নিয়ে বৃদ্ধ বাবার সংসারেও টানাটানি। সচ্ছলতার আশায় তাই সৌদি আরব যাওয়ার সিদ্ধান্ত নেন খুলনার মেয়ে আবিরুন বেগম (৪৮)। কিন্তু দুই বছরের মাথায় লাশ হয়ে ফিরতে হচ্ছে তাকে। রিক্রুটিং এজেন্সির দাবি, সড়ক দুর্ঘটনায় মারা যান…