
ব্যাংককে বঙ্গতাজ কন্যা রিমির পায়ে সফল অস্ত্রপাচার সম্পন্ন
চীফ রিপোর্টার ॥ ব্যাংককে চিকিৎসাধীন গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সংসদ সদস্য বঙ্গতাজ আজউদ্দিন আহমদের কন্যা সিমিন হোসেন রিমির পায়ে মঙ্গলবার সফল অস্ত্রপাচার সম্পন্ন হয়েছে। তিনি এখন পোষ্ট অপারেটিভে রয়েছেন। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হয়ে ২টায় তার অপারেশন সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার পি আরও পারভেজ আহমেদ। তার আগে গত শনিবার সকালে তিনি পায়ের ও…