
কাপাসিয়ায় “আলোর ফেরিয়ালা” বিদ্যুৎ লাগবে কার?
আকরাম হোসেন রিপন স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এখন ঘরে ঘরে গিয়ে ঘুরছে আলোর ফেরিয়ালা জানতে চাচ্ছে বিদ্যুৎ লাগবে কার। অথচ এই কাপাসিয়ায়ই বিদ্যুৎ ছিল অমাবস্যার চাঁদের মতো। বাড়িতে বিদ্যুত এ যেন কল্পনা। ”শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে শতভাগ বিদ্যুতায়ন ও গ্রাহকদের হয়রানী দূরীকরণে আলোর ফেরিয়ালা কার্যক্রম চালু…