
মুশফিকদের হারিয়ে প্রথম জয় ওয়ার্নারের সিলেটের
স্পোর্টস ডেস্ক ॥ শেষ ওভারে দারুণ নাটক জমিয়ে তুলেছিলেন চিটাগং ভাইকিংসের দক্ষিণ আফ্রিকান রিক্রুট রবি ফ্রাইলিংক। দুটি ছক্কাসহ তুলে ফেলেছিলেন ১৮ রান। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না দলকে জেতাতে। ৫ রান দূরে থাকতেই থেমে যেতে হলো তাকে এবং চিটাগং ভাইকিংসকে। ১৬৮ রানের জবাবে ৭ উইকেট হারিয়ে চিটাগং সংগ্রহ করলো ১৬৩ রান। প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের…