
কলেজ প্রেমের সোনালি দিনে ফিরিয়ে নেবে ‘প্রেম আমার টু’
বিনোদন ডেস্ক ॥ ‘প্রেম আমার টু’-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছিল বেশ আগেই। এবার মুক্তি পেল সিনেমাটির ট্রেলার। আর এ প্রথম ট্রেলারই বলে দিচ্ছে সিনেমাটির শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে প্রেমের গল্প। তরুণ বয়সের বাঁধনছাড়া প্রেম তেজী ঘোড়ার মতো ছুটে চলা, ত্রিকোণ প্রেম, পরিবারের বিরোধিতা আর ভালোবাসাকে পাওয়ার জন্য চরম পথে পা বাড়ানো -সবই থাকছে…