
আবারও বিয়ে করছেন ফারহান আখতার
বিনোদন ডেস্ক ॥ ২০১৮ সাল ছিল বলিউডে বিয়ের মৌসুম। প্রিয়াঙ্কা চোপরা, দীপিকা পাড়ুকোন থেকে কপিল শর্মা, শায়েষা কপূররা গাঁটছড়া বেঁধেছেন। এবার গুঞ্জন উঠেছে ‘রক অন’ তারকা ফারহান আখতারকে নিয়ে। শোনা যাচ্ছে এ বছরই অর্থাৎ ২০১৯ সালেই বিয়ে করছেন তিনি। ফারহান আখতার প্রথম বিয়ে করেছিলেন অধুনা ভবানীকে। তবে বিয়ের ১৬ বছর পর তা ভেঙে যায়। বলিউড…