
কালীগঞ্জে যুবককে শ্বাসরোদ্ধ করে হত্যার অভিযোগ
কালীগঞ্জ ব্যুরো ॥ গাজীপুর: কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের পিয়াস নন্দী (১৯) নামে এক যুবককে শ্বাসরোদ্ধ অবস্থায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার বিকেলে চক জামালপুর বারৈপাড়া এলাকার শীতলক্ষ্যা নদী ঘেঁষা শ্মশানখলার উত্তরপাশের্^ কড়াই গাছের নিচ থেকে ওই যুবকের মৃতদেহ পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় তার লাশ গাজীপুর…