
কালীগঞ্জে মা দিবসের ব্যানার টানাতে গিয়ে ওয়াল ধসে কিশোর নিহত
মো.মনিরুল আলম কালীগঞ্জ, গাজীপুর ঃ কালীগঞ্জে মা-দিবসের ব্যানার গাছের সাথে টানাতে গিয়ে বাড়ীর গেইটের ওয়ালে উঠলে ওয়াল ধসে পড়ে লিমন (১৬) নামে এক কিশোর নিহত হওযার খবর পাওয়া গেছে। দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিন খলাপাড়া গ্রামে মেজবাউদ্দিন স্বপনের বাড়ীতে। নিহত কিশোর দক্ষিন খলাপাড়া গ্রামের শহিদ ময়েজউদ্দিন খেয়া ঘাটের নৌকা পাড়াপাড়ের মাঝি মোবারক হোসেনের ছেলে।…