
আবারও শুটিংয়ে ইমন-শিরিন শিলা
বিনোদন ডেস্ক ॥ চিত্রনায়ক-ইমন ও চিত্রনায়িকা শিরিন শিলা প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন ‘আমার সিদ্ধান্ত’। গেল সেপ্টেম্বরে এই ছবির শুটিং শুরু হয়েছিল। একটানা চলে কয়েকদিন। এরপর আড়াই মাস বিরতি শেষে আজ রোববার থেকে আবারও শুরু হয়েছে এ ছবির দৃশ্যধারণ। জাগো নিউজকে ইমন-শিলা জানান, আজ রাজধানীর একশ ফিট এলাকায় তারা শুটিং করছেন। বিশ্ববিদ্যালয়ের কিছু দৃশ্য রয়েছে…