
গাজীপুরে জন্মদিনে শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টার স্মরণে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার ॥ মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসা আর সাংগঠনিক দক্ষতা দিয়ে আহ্সান উল্লাহ্ মাস্টার তৈরি করেছিলেন এক অন্যরকম রকম বলয়। খুব সহজেই তিনি মানুষের মনের ভাষা পড়তে পারতেন। তাই প্রত্যেককে আলাদাভাবে বিম্ময়কর ঐন্দ্রজালিক ক্ষমতায় আকৃষ্ট করতে পারতেন। সে কারণেই সর্বসাধারণের মনের গভীরে ভালবাসায় সিক্ত হয়েছিলেন তিনি। গাজীপুর-২ সংসদীয় এলাকার সাবেক সাংসদ আহ্সান উল্লাহ্ মাস্টারের ৬৭তম…