
আতাপাত্তুর অপরাজিত ১৭৮ রানও ম্লান
স্পোর্টস ডেস্ক ॥ ৫০ ওভারের ক্রিকেটে একজন ব্যাটসম্যান যখন ১৪৩ বল খেলে ১৭৮ রানে অপরাজিত থাকেন, তখন তার দলটির মোট রান কত হতে পারে? একবার ভাবুন তো! কম করে হলেও ৩৫০-এর বেশি; কিন্তু একজনের অপরাজিত ১৭৮ রান সত্ত্বেও সেই দলটির রান যখন সব মিলিয়ে ২৫৭ বলা হয়, তখন একে বিশ্বাস করবেন? গাঁজাখোরি গল্প মনে হবে…