
প্রথমবার ইসলামী গান গাইলেন আসিফ
বিনোদন ডেস্ক ॥ দীর্ঘ মিউজিক ক্যারিরারে এবারই প্রথমবার ইসলামী গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘মুমিন হতে চাই’। শনিবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এই গানের কথা লিখেছেন গোলাম কবির রনি এবং সুর করেছেন মীর মাসুম। গানটি প্রসঙ্গে আসিফ জানান, ‘অসম্ভব টাচি মেলোডি সুর আর চমৎকার শব্দচয়নের গানটি গাইলাম। টানা একমাস…