
‘আফগান-কুর্দি সংঘর্ষে’ পুড়ে ছাই ফ্রান্সের শরণার্থী শিবির
বাংলাভূমি ডেস্ক ॥ ফ্রান্সের উত্তরাঞ্চলের একটি শরণার্থী শিবির আগুনে পুড়ে গেছে। আর ওই আগুনের সূত্রপাত ঘটে আফগান ও কুর্দি শরণার্থীদের মধ্যে সংঘর্ষ থেকে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির মঙ্গলবারের এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করেছে। ডানকার্ক বন্দরের নিকটবর্তী অবস্থিত ‘গ্রাঁদে-সিন্থে ডানকার্ক’ নামের ওই শরণার্থী শিবিরে প্রায় দেড় হাজার মানুষ বসবাস করতো। আর ওই অগ্নিকান্ডে অন্তত…