
রোহিঙ্গাদের ত্রাণের জাহাজ চট্টগ্রামের জেটিতে
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সম্প্রতি পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তায় মালয়েশিয়ার ত্রাণের জাহাজ আজ মঙ্গলবার চট্টগ্রামের জেটিতে ভিড়েছে। নটিক্যাল আলিয়া নামের ত্রাণের জাহাজটি বেলা সোয়া ১১টার দিকে বন্দরের চিটাগাং কন্টিনার টার্মিনাল জেটিতে ভিড়েছে। এর মিনিট দশেক পর বাংলাদেশের একটি প্রতিনিধিদল ত্রাণসামগ্রী নেওয়ার জন্য জাহাজে ওঠে। কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন বলেন, জাহাজটিতে ১…