
হাজারীবাগে কাঁচা চামড়া ঢোকায় নিষেধাজ্ঞা
বিনোদন ডেস্ক ॥ হাজারীবাগের ট্যানারি সাভারের চামড়া শিল্প নগরীতে সরিয়ে নিতে এক যুগে অন্তত ত্রিশ দফা সময় পেয়েছে শিল্প মালিকরা। সবশেষ বৈঠকে, ৩১ জানুয়ারির মধ্যে সাভারে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করার প্রথম ধাপ ওয়েট ব্লুর কাজ শুরু করার নির্দেশ দেয় শিল্প মন্ত্রণালয়। অথচ, সাভারের চামড়া শিল্প নগরীতে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করার প্রথম ধাপ ‘ওয়েট ব্লু’র কাজ…