
ঘুরছে দারোয়ানী মিলের চাকা, তাঁতীদেরও ফিরছে দিন
জেলা প্রতিনিধি, নীলফামারী ॥ সাড়ে তিনবছর পর উৎপাদনে ফিরেছে উত্তরবঙ্গের প্রসিদ্ধ দারোয়ানী টেক্সটাইল মিল। মিলের চাকার সঙ্গে ঘুরছে তাঁতীদের ভাগ্যের চাকাও। সুতার অভাবেই এতদিন ‘চাপে’ ছিলেন ঐতিহ্যবাহী এ পেশাজীবীরা। এখন থেকে একবছরের মধ্যে এই মিলে উৎপাদিত মানসম্মত সুতা সরাসরি কিনতে পারবেন তারা। বৃহস্পতিবার দুপুরে মিল চত্বরে সুতা হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করেন দারোয়ানী টেক্সটাইল মিলের…