
গ্র্যামিতে গাওয়া হলো না রিয়ান্নার
বিনোদন ডেস্ক ॥ গ্র্যামি অ্যাওয়ার্ডসে এবার গানে গানে দর্শক-শ্রোতাদের মাতানোর ইচ্ছে ছিলো রিদমঅ্যান্টব্লুজ সুপারস্টার রিয়ান্নার। প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। তার পরিবেশনা দেখতে মুখিয়ে ছিলেন সংগীত পিপাসুরা। কিন্তু গলার সংক্রমণের কারণে শেষ মুহূর্তে এসে হঠাৎ পূর্ব পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন বারবাডোজের এই গায়িকা। জানা গেছে, চিকিৎসকরা রিয়ান্নার কণ্ঠস্বরকে ৪৮ ঘণ্টা বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন। নয়তো রক্তক্ষরণের…