
মস্তিষ্ক থেকে স্মৃতি মুছে দিতে সক্ষম বিজ্ঞানীরা!
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ঢাকা: কম্পিউটারের মেমোরি অনায়াসে মুছে ফেলা যায়। কিন্তু মানুষের মস্তিষ্ক থেকেও কি স্থায়ীভাবে কোনো স্মৃতি মুছে ফেলা সম্ভব? পুরনো কোনো স্মৃতি নিয়ে দারুণ মানসিক যন্ত্রণায় রয়েছেন। এ যন্ত্রণা থেকে মুক্তি পেতে নিমিষেই ওই স্মৃতিটুকু মুছে ফেললেন। এমন কি কখনো সম্ভব? বিষয়টা সায়েন্স ফিকশন বলে মনে হয়। তবে আমেরিকার নতুন এক ডকুমেন্টরিতে বলা…