
এনা সাহাকে নিয়ে সাইমন
বিনোদন ডেস্ক ॥ কলকাতার অভিনেত্রী এনা সাহার শুরুটা হয়েছিলো টিভি ধারাবাহিক দিয়ে। এরপর কাজ করেছেন মালায়ালাম চলচ্চিত্রেও। ২০১১ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম বাংলা ছবি ‘আমি আদু’। এরপর ‘বোঝে না সে বোঝে না’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘বৃত্ত’, ‘রাজকাহিনী’সহ বেশকিছু বাংলা ছবিতে দেখা গেছে তাকে। এবার তিনি আসছেন বাংলাদেশি সিনেমা হলের পর্দায়। ‘দেহ দ্য…