
যে কারণে নিজের ঢোল নিজেই পেটাচ্ছেন সানি
বিনোদন ডেস্ক ॥ সানি লিওনকে বোঝা ভার। কখনও একদম চুপ করে থাকেন। আবার কখনও বা নিজের ঢাক নিজেই পেটান! কনডমের বিজ্ঞাপনে তাঁর কাজ করা নিয়ে যখন দেশজুড়ে তুমুল বিতর্ক তখন মুখে কুলুপ এঁটেছিলেন নায়িকা। আর এখন বলছেন তাঁর হাতে নাকি প্রচুর ছবি! চাইলেই নাকি প্রতিদিনই একটা নতুন করে ছবিতে সই করতে পারেন। প্রযোজকরা নাকি চেক…