
অবৈধ দখলে ‘খাল’ করতোয়া নদী
জেলা প্রতিনিধ, বগুড়া ॥ অবৈধ দখল আর রক্ষণাবেক্ষণের অভাবে এক সময়ের ‘দীর্ঘ’ করতোয়া নদী এখন ‘খালে’ পরিণত হয়েছে। দেখে বোঝার উপায় নেই, এই নদীতেই একসময় জাহাজ ভিড়তো, করতোয়াকে কেন্দ্র করে ব্যবসা হতো সারা উত্তারঞ্চল জুড়ে। স্থানীয়দের অভিযোগ, বগুড়া পৌরসভা ও প্রশাসনের সঠিক নজরদারির অভাব এবং দখলদারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণেই করতোয়া ক্রমশই ক্ষীণ…