বাজারে ভেজাল খাওয়ার-স্যালাইন ॥ নামিদামি কোম্পানির মোড়ক নকল
স্টাফ রিপোর্টার ॥ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভেজাল ও নকল খাওয়ার স্যালাইন তৈরি হচ্ছে। সবচেয়ে বেশি হচ্ছে পাবনায়। জেলাটির অনেক এলাকাতেই রয়েছে অবৈধ কারখানা, যেখানে খাওয়ার স্যালাইন ও টেস্টি স্যালাইন তৈরি হয়। নামিদামি কোম্পানিগুলোর স্যালাইনের মোড়ক হুবহু নকল হয় কোনও-কোনও কারখানায়। আবার নিজেদের ডিজাইন করা মোড়কও আছে। একেকটি স্যালাইন বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ টাকায়।…