
দু’টি জরিপের আভাস ॥ দিল্লীর মসনদে বিজেপি : প্রধানমন্ত্রীর পথে মোদি!
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি-কে ভোট দিয়েছে ভারতের বেশিরভাগ ভোটাররা এবং এর ফলে দলটি তার বর্তমান জোটকে নিয়ে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলে ভোট-ফেরত দু’টি জরিপে আভাস দেয়া হয়েছে। সোমবার সিভোটার নামের একটি জরিপ সংস্থা এইসব আভাস দিয়েছে। ফলে ভারতের প্রধানমন্ত্রীর মসনদে বসতে যাচ্ছেন বিজেপি’র এই নেতা। এ জরিপের পূর্বাভাসে বলা হয়েছে বিজেপি…