
প্রথম হয়েছে গুগলের রোবট
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ কিছুদিন আগেই যে জাপানি স্টার্ট-আপ রেবট নির্মাতাকে কিনে নেয় গুগল, তাদের তৈরি শাফট নামের একটি রোবট সম্প্রতি পেন্টাগনের গবেষণা ইউনিট আয়োজিত এক প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে নিয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে আয়োজিত প্রতিযোগিতাটিতে টিম শাফটকে আটটি উদ্ধার কাজ সম্পন্ন করে প্রথম স্থানটি নিশ্চিত করতে হয়েছে। শাফট রোবটটি…