
যৌন দৃশ্যে শাহিদ-প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক ॥ গোটা ইন্ডাস্ট্রিতেই তাঁদের সম্পর্ক এক আলোচ্য বিষয়। অদ্ভুত এই সম্পর্ক – এই আছে তো এই নেই। এই দুজনের গদগদ প্রেম, তো ওই শোনা যায় ছাড়াছাড়ি। এখন নাকি ছাড়াছাড়ি-ই চলছে। বোঝা বড়ই দায়। তবে শাহিদ কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া–দুজনেই ভীষণ পেশাদার, আর তাই তাঁরা আবার একসঙ্গে পর্দায়। শুধু তাই নয়, কুনাল কোহলির নতুন…