
খুবই মর্মাহত নাদিয়া
বিনোদন ডেস্ক॥দীর্ঘ এক মাস বিদেশে অবকাশ যাপনের পর আবারো কর্মক্ষেত্রে ফিরেছেন ছোটপর্দার প্রিয়মুখ নাদিয়া। অবকাশ যাপন এবং মানসিক প্রশান্তির জন্য জার্মানিতে মামার বাসায় বেড়াতে গিয়েছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় দেশে ফেরেন। এতদিন তিনি জার্মানিতে বেশ ভালোই ছিলেন। সেখানে হরতাল-অবরোধের মতো কোনো সাংঘর্ষিক পরিস্থিতি ছিল না। কিন্তু দেশে ফিরে অগ্নিগর্ভা পরিস্থিতি দেখে খুবই মর্মাহত হয়েছেন তিনি। নাদিয়া…