
হঠাৎ মনে হয় পাগল পাগল লাগছে?
বাংলাভ’মি২৪ডেস্ক ॥ সিজোফ্রেনিয়া কি? মনোচিকিত্সক ডা. ইন্দ্রনীল সাহার সঙ্গে কথা বলে জানালেন সুজাতা মুখোপাধ্যায় জেনারেল ফিজিশিয়ান। লাগাতার প্র্যাকটিস করেন। একটু মফঃস্বলে যেমন হয়, বুদ্ধি-পরামর্শও দেন রোগীদের। কখনও তাঁদের ব্যক্তিগত সমস্যার হাল করে দেন। তো, এহেন বুদ্ধিমান ও বিচক্ষণ মানুষটির সঙ্গে কথা হচ্ছিল মনোচিকিত্সক ডা. ইন্দ্রনীল সাহার। খানিকক্ষণ কথাবার্তার পর তিনি একটি প্রেশক্রিপশন বার করে দেখালেন…