
গাড়ির বিক্রেতারা অনলাইনমুখী
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের কারণে ব্যবসায়ীরা পড়ছেন বিপর্যয়ের মুখে। একের পর এক হরতাল আর অবরোধে ব্যবসায়ে নেমে আসছে স্থবিরতা। বিশেষ করে হরতালে আর অবরোধে যানবাহন ভাঙচুরের ঘটনায় হুমকির মুখে পড়েছেন গাড়ি ব্যবসায়ীরা। এরফলে ইন্টারনেটে কেনা-বেচার সাইটগুলো প্রতি ঝুঁকছেন গাড়ি বিক্রেতারা। গাড়ি ব্যবসায়ীরা জানান, টানা হরতালের কারণে পিকেটারদের হামলা আর ভাঙচুরের ভয়ে তারা শোরুম…